ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি।
আজ
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের
উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে প্রথম আলোর পক্ষ থেকে
যোগাযোগ করা হয় নিপুণের সঙ্গে। বেলা ১১টা ২০ মিনিটে প্রথম আলোর প্রতিবেদকের কাছে
তিনি মেসেঞ্জারে দাবি করেন, খবরটি সঠিক নয়।
তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ
প্রথম আলোকে বলেন, ‘সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ (শুক্রবার) সকাল ১০টায়
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের
ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থার
আপত্তিতে তাঁকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা
হয়।’
সিলেট
মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে
বলেন, চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা
নেই। তাঁকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে।
সাইফুল ইসলাম আরও বলেন,
‘সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেটে এসেছিলেন। ইমিগ্রেশনে
তাঁকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি। পরে তিনি বিমানবন্দর
থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।’
Comments
Post a Comment